- আলো আঁধারেতে কেটে গেল দিনগুলো
- স্বপ্নটা রয়ে গেল পকেটে।
- ভেবেছিলাম আলোটা আর জ্বালাবো না।
- দিনটাকে দিন করে আর দেখবো না….
- কেন গো তুমি দেশলাই ঠুকে করে দিলে আলো, আঁধার ঘরটাকে।
- প্রদীপ জ্বলছিল তেল ছিল যতক্ষণ…..
- আবার নিভে গেল আঁধারে এলো ঘিরে।
- আর অমনি পকেটে হাত দিতেই দেখি
- স্বপ্নটা রয়েই গেছে পকেটে।।
Bah sera laglo pore