স্বপ্নে দেখি তোমার জল্পতা
তুমি আমার এক প্রাণের কথা
সে তো জানি আমি
ধরা দিও নাতো সেই যে দিন আমার
তুমি আমার এক যে রাত্রি কাল
বসে বসে দিন যে গুনি
কতো রাত্রি যে কেটে গেলো আমার
শুধু তোমারই কথা ভাবতে ভাবতে আর
সে তো জানি আমি
তুমি ছিলে রাত্রি কালের চাঁদনী
আমি হলাম কবি
দুইজনে দেখবো পরস্পরকে
জেগে উঠবে কবিতার শহর খানি
– অর্ঘ্য