এই ভাষারই জয়ের জন্য
দিয়েছে কত প্রাণ,
অবশেষে কত রক্ত দিয়ে
তারা করেছে ভাষাকে দান।
এই ভাষাকে জয় করে তারা
তুলেছে স্বাধীন পতাকা।
এই ভাষাতেই জন্ম আমার
এ যে আমার মাতৃভাষা।
ছােট থেকে আমি বলতে শিখেছি
নিয়ে মায়ের ভালােবাসা,
এ যে আমার মনের ভাষা,
আমার মাতৃভাষা।
Jioooo
দারুন!!
Asadharan….