মানুষের চোখে জল
তুমি ওর অশ্রু মুছে দিও।
মানুষের বুকে খাঁ খাঁ শূন্যতা
তুমি ওকে সঙ্গ দিও।
মানুষের আজ কিনারায় পা
সামনে অতলান্ত খাদ
তুমি ওর ভয় ঘুচিয়ে দিও।
তুমি যখনই ওর হাতে রাখবে হাত,
তোমার উষ্ণ সান্নিধ্যে
যখনই ওর বুক থেকে নেমে যাবে আর্ত হাহাকার,
তোমার চোখের কালো তারায়
যখনই ও খুঁজে পাবে জীবনের আঘ্রাণ,
আলোয় আলোয় ভরে উঠবে দশদিক
জীবন আবার ছুটে চলবে
জীবনেরই পথে।
আজ মানুষের চোখে জল
তুমি ওর অশ্রু মুছে দিও।
Awesome
Seraa sera
Sotti osadharon likhe6en bote