লোকচক্ষুর আড়ালে বেঁচে থেকে
লড়াই করে জিতেছিল যারা
আজ তাদের নাম ভারিয়ে খাচ্ছে
কিছু ভন্ড তাহারা
ধর্মের রূপ নেই
নেই কোনো ভাষা
আছে কেবল শুধুই
অনেক পরিমাণ ভালোবাসা
রাস্তায় যখন দুই
ধর্মের উৎসব লাগে
তখন একদল তাদের রাস্তা দেয়
আর একদল থাকে নিশ্চুপ
কিন্তু আজ সেই ধর্ম পাপিষ্ট
কিছু তাহারা ধর্ম নামে
পাপে পরিপূর্ণ
– অর্ঘ্য