আমারে ডাকতিসো গো দিদিমুণি ?
কও কি কইবা।
আমার নাম সাবিতিরি।
ওই যে ডায়েরি ফামটা আছে না?
ওহানেই থাহি আমি।
মনখান ভালো নাই গো দিদিমুণি।
আমার মাইয়াটার জ্বর কদিন ধইরা।
বাবুগো বাসায় কাম করিতো,
সেহানে ছুটি দেয় নাই।
কাম কইরা বাড়িত যাওন লাগি দৌড়াইতেছি।
বিটিটা খুব ছুটো তো।
এহাই আছে বাড়িত।
সোমবারদিন দাক্তারের কাছে লইয়া গিসিলাম।
উষুদ দিসে, দু -ই-শ ট্যহা লাগিসে।
বাবুগো বাসায় বেশী কাম কইরা পাইসিলাম।
খু-উ-ব কষ্ট গো দিদিমুণি।
আমার সোয়ামিটা ভালোই ছেলো।
আমার বিটিটারে, আমারে কত্ত সোহাগ করত।
হয়দরাবাদে কাম করবা যাইয়া কুথায় হারাইয়া গেল।
কত্ত খুজিসি, পাই নাই।
বুকের ভিতরটা ফাইটা যায় গো দিদিমুনি।
মা বাপটাও মইরা গেল, কেউ না-ই।
ঊই বিটিটারেই বুকে লইয়া থাহি ।
উয়ারে ইস্কুলত দিসি। কেউ কইয়া দেয় না।
নিজেই পড়ে।
মাষ্টারগুলা খুব ভালবাসে।আমাক কয় যে
তুমার মাইয়াটা অনেক বড় পাশ দিবে, চাকরি করবে।
শুইনা আমার বুকখান আনন্দে ভইরা উঠে গো।
কত্তো স্বপন দেহি তহন।
উই যে আমার কামের বাসার বিদিশা দিদিমুণি আছে।
কি সোন্দর শাড়ি পইরা অপিস যায়।
আমার বিটিটাও লেখাপড়া শিখ্যা বড় দিদিমুনি হইব।
কি কও দিদিমুনি? হইব না?
আমার সোয়ামিটাও আইবো একদিন।
দিদিমুনি , আর খারাইবার টাইম নাই গো।
বিটিটা খিদায় বইসা আছে।
বাবুগো বাসা থিকা মুড়ি দিসে তো
জল দিয়া মাখাইয়া বিটিটারে খাওয়ামু ।
আসি গো দিদিমুনি।
Amon vasay lekha sotti awestruck
Ei dhoroner bhasai lakhata…sotti darun ….
Lacha ta chub bhalo hoacha
ভালো লাগল.. keep going ☺️❤️